পাকিস্তানের করাচীতে একটি বাসে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪১জন নিহত হয়েছে।
বুধবার সকালে ইসমাইলিয়া শিয়া মুসলিমদের বহনকারী ওই বাসটি থামিয়ে বন্দুকধারীরা যাত্রীদের লক্ষ্য করে গুলি করে।
পুলিশ জানিয়েছে, কমপক্ষে ছয়জন হামলাকারী মটরসাইকেলে করে এসে বাসটিতে হামলা চালায়।
করাচীর পুলিশের মুখপাত্র আতিক শেখ জানিয়েছেন, নারী ও পুরুষ মিলে ৪১জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকে।
এখনো কোন গ্রুপ ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
পাকিস্তানে প্রায়ই সংখ্যালঘু শিয়া মুসলিমরা সুন্নি জঙ্গিদের হামলার শিকার হয়ে থাকে।